স্পোর্টস ডেস্কঃ করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে তিন ক্রিকেটার ও চার সাপোর্টিং স্টাফের।ক্রিকেটের মাঠে আবারও করোনার হানা। এবার আতঙ্ক ছড়িয়েছে ইংল্যান্ড দলে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে করা করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে তিন ক্রিকেটার ও চার সাপোর্টিং স্টাফের। এমন অবস্থায় বাধ্য হয়ে আইসোলেশনে গেছে গোটা দল।
স্বাগতিক শিবিরে করোনা হানা দেওয়ায় পরিকল্পনায় আসছে রদবদল। কিছুক্ষণের মধ্যেই ওয়ানডে সিরিজের জন্য নতুন স্কোয়াড ঘোষণা করবে ইসিবি। দলে ফেরা বেন স্টোকস ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন তা নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। কার্ডিফে পাকিস্তানের বিপক্ষে ৮ জুলাই তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। করোনার তাণ্ডবে দলে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামবে ইংলিশরা। শিগগিরই নতুন দল ঘোষণা করা হবে ইসিবি'র পক্ষ থেকে জানানো হয়েছে। কার্ডিফে নির্ধারিত দিনেই বাবর আজমদের বিপক্ষে নতুন দল নিয়ে মাঠে নামার কথা রয়েছে তাদের। এই দলের নেতৃত্বে থাকবেন বেন স্টোকস।