News71.com
 Sports
 01 Jul 21, 11:33 AM
 377           
 0
 01 Jul 21, 11:33 AM

ফুটবল॥ বার্সার সঙ্গে চুক্তি শেষে তারকা খেলোয়াড মেসি এখন ফ্রি

ফুটবল॥ বার্সার সঙ্গে চুক্তি শেষে তারকা খেলোয়াড মেসি এখন ফ্রি

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনা সমর্থকরা যেই দিনটি জন্য ভীত ছিলেন, সেই দিন চলে এসেছে। লিওনেল মেসি এখন আর ব্লাউগ্রানার কোনো ফুটবলার না। সেই যে প্রথমবার একটু রুমালে চুক্তি স্বাক্ষর করেছিলেন, মাঝে ৭ হাজার ৫০৪ দিনের অবসান হলো। সর্বশেষ চুক্তি অনুযায়ী মেসির সঙ্গে বার্সার ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত সম্পর্ক ছিল। তবে গত মধ্যরাতেই আর্জেন্টাইন তারকা ফ্রি এজেন্ট হয়ে যান। অবশ্য এই চুক্তি শেষ হওয়ার আগেই মেসির সঙ্গে ক্লাবের নতুন প্রেসিডেন্ট জন লাপোর্তা নতুন চুক্তির বিষয়ে বেশ কয়েকবার চেষ্টা করেছেন। তবে কোনো ফলাফলই আসেনি ।যদিও নতুন চুক্তি না করা মানে এই নয় যে, মেসি বার্সা ছাড়ছেন। ক্যাম্প ন্যু সংশ্লিষ্টরা বিশ্বাস করেন, নতুন করে কাগজ-কলম হাতে নেবেন ছয়বারের ব্যালন ডি অর জয়ী। গায়ে তুলবেন নীল-লাল জার্সি। তবে মেসিকে এখন আর বার্সা ফুটবলার বলা যাবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন