News71.com
 Sports
 28 Jun 21, 09:19 PM
 359           
 0
 28 Jun 21, 09:19 PM

আরব আমিরাতেই হবে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ॥ নিশ্চিত করলেন সৌরভ

আরব আমিরাতেই হবে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ॥ নিশ্চিত করলেন সৌরভ

স্পোর্টস ডেস্ক: আগেই জানা গিয়েছিল, করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় ভারতে বসছে না ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ভারতের পরিবর্তে আয়োজক হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এতদিন বিষয়টি অনেকটা ‘ওপেন সিক্রেট’ হিসেবে থাকলেও এবার তাতে সিলমোহর দিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমন সিদ্ধান্তের কথা জানান তিনি।

আজ সোমবার সন্ধ্যায় বিসিসিআইয়ের পক্ষ থেকে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবহিত করা হবে বলে জানিয়েছেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ। তিনি আরও জানিয়েছেন, বিশ্বকাপের প্রথম রাউন্ডের কিছু ম্যাচ ওমানেও আয়োজন করা হতে পারে। গত বোর্ড মিটিংয়ে বিসিসিআইকে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত জানানোর জন্য ২৮ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তই আজ সন্ধ্যায় জানাবে বিসিসিআই। তবে আসর সংযুক্ত আরব আমিরাতে বসলেও আয়োজক হিসেবে থাকছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শোনা যাচ্ছে, আগামী ১৭ অক্টোবর থেকে আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৬ দলের এই টুর্নামেন্টের ফাইনাল হবে ১৪ নভেম্বর। আইপিএল ফাইনালের পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে। তবে জয় শাহ জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন