স্পোর্টস ডেস্কঃ ইউরো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিন ফিনল্যান্ডের বিপক্ষে খেলা চলাকালীন হঠাৎ অচেতন হয়ে পড়েছিলেন ডেনমার্কের তারকা মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসন। ভাগ্যক্রমে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরেন তিনি। পরে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই এরিকসনকে এবার স্মরণ করল ফিনল্যান্ড। এরিকসনের স্মরণে বিশেষ জার্সি গায়ে মাঠে নামে ফিনল্যান্ড ফুটবল দল। রাশিয়ার বিপক্ষে ম্যাচের আগে এরিকসনের প্রতি ভালোবাসা প্রকাশ করতে দেখা যায় ফিনল্যান্ডের ফুটবলারদের। এ সময় তাদের গায়ে ছিল এরিকসনের সুস্থতা কামনা করে লেখা বিশেষ একটি জার্সি। জার্সিতে লেখা ছিল ‘গেট ওয়েল ক্রিস্টিয়ান’ অর্থাৎ ‘সেরে ওঠো ক্রিস্টিয়ান’।এর আগে মঙ্গলবার (১৫ জুন) ডেনিশ ফুটবল অ্যাসোসিয়েশন অফিসিয়াল টুইটারে এরিকসনের একটি হাসিমুখের ছবি ও বার্তা প্রকাশ করা হয়। যেখানে দেখা যায়, হাসিমাখা মুখে এরিকসন ডান হাতের বুড়ো আঙুল তুলে ইতিবাচক ভঙ্গি প্রকাশ করেছেন। তার সুস্থতা কামনা করে যারা তাকে সমর্থন জুগিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।রাশিয়ার বিপক্ষে এই ম্যাচে অবশ্য জয়ের স্বাদ পায়নি ফিনল্যান্ড। রাশিয়ার কাছে তারা হেরেছে ১–০ গোলে।