স্পোর্টস ডেস্কঃ পছন্দের মানুষটিকে বিয়ের প্রস্তাব দেয়ার জন্য দুনিয়ার প্রায় সব কপোত-কপোতী বিশেষ দিন, স্থান বা উপলক্ষ বেছে নেন। ক্রীড়ামোদিদের কাছে স্টেডিয়ামে প্রিয় দলের খেলার চেয়ে বড় উপলক্ষ আর কিইবা হতে পারে। ক্রিকেট ম্যাচে এমন ঘটনা বেশ কয়েকবার দেখা গেছে। এবার দেখা গেল ইউরো কাপের মঞ্চে। ম্যাচে ইতালি ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তুরস্ককে। তবে প্রেমিকার মন জিতে নিয়েছেন এক খেলাপাগল প্রেমিক।
গত শনিবার রোমে তুরস্ক বনাম ইতালি ম্যাচ দিয়েই ইউরো কাপের পর্দা উঠেছিল। রোমের বিখ্যাত স্টেডিয়াম স্টেডিও অলিম্পিকো শুধুই ইউরোর উদ্বোধনী ম্যাচের সাক্ষী থাকল না, সাক্ষী থাকল ভালবাসার। ফুটবলের আবহে বাতাসে প্রেম ছড়িয়ে দিলেন তুরস্কের এক যুগল। সেই প্রেমিক তার প্রেমিকাকে নিয়েই খেলা দেখতে এসেছিলেন। আর খেলার ফাঁকেই তিনি হাঁটু মুড়ে বসে হাতে আঁংটি নিয়ে তার প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন। এসময় গ্যালারির অনেক দর্শক মুহূর্তটি ক্যামেরাবন্দি করে।
খেলার উত্তেজনা ছাড়িয়ে সবার টেনশন, এবার কী করেন প্রেমিকা? তবে বয়ফ্রেন্ডের হৃদস্পন্দন না বাড়িয়ে মেয়েটিও সঙ্গে সঙ্গে প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপরেই একে-অপরকে জড়িয়ে ধরেন। সেই ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে গেছে। এখনও আলোচনা হচ্ছে তুরস্কের ওই দুই ফ্যানের রোম্যান্টিক ভিডিও নিয়ে। ক্রিকেট, ফুটবল কিংবা অন্য যে কোনো বড় স্পোর্টিং ইভেন্ট গ্যালারির এই ভালবাসার গল্পের সাক্ষী হয়েছে। ভালবাসার গল্পে এবারের ইউরোতে আরও একটা পাতা জুড়ে দিলেন তুরস্কের ওই 'লাভ বার্ড'।