News71.com
 Sports
 15 Jun 21, 08:28 PM
 357           
 0
 15 Jun 21, 08:28 PM

এক নারীর কারণে অলিম্পিক পদকজয়ী হয়ে গেলেন খুনি।।

এক নারীর কারণে অলিম্পিক পদকজয়ী হয়ে গেলেন খুনি।।

 

 

স্পোর্টস ডেস্কঃ ২০১০ অলিম্পিক গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন ভারতের তারকা কুস্তিগীর সুশীল কুমার। অথচ, এই তারকাকে কিছুদিন আগে খুনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি সাগর রানা নামের এক ব্যক্তিকে খুন করেছেন। এবার এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে গেল দ্বিতীয় এক নারীর নাম। ইউক্রেনের সেই নারীকে এখন খুঁজছে পুলিশ।

 

তদন্তকারীরা মনে করছেন নিহত সাগর এবং গ্রেপ্তার হওয়া কুস্তিগীর সুশীল কুমারের মধ্যে ঝামেলার আসল কারণ সম্পর্কে সেই নারী সবকিছু জানে। সুশীলের মডেল টাউনের বাড়িতে মাঝে মধ্যেই থাকতেন এই নারী। গুন্ডা কালা জাঠেড়ির বোনপো অমিত এবং সোনু মহালের সঙ্গেও এই নারীকে দেখা গেছে। তবে এখন এই নারী কোথায়, তা জানা যায়নি। সোনু এবং অমিতকে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা।

 

সুশীলের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছিল অজয় কুমারকে। জানা গেছে, অজয় এই নারীর সঙ্গে ছবি তোলেন। সেটা ভালো ভাবে নেননি সোনু। সেখান থেকেই ঝামেলার সূত্রপাত বলে মনে করছেন তদন্তকারীরা। সুশীলের বাড়িতেই সেই ঘটনা ঘটে। গুন্ডা নীরজ বাওয়ানার সঙ্গে ততদিনে হাত মিলিয়েছেন সুশীল। সোনু এবং সাগরকে তিনি বাড়ি ছেড়ে দিতে বলেন।এই ঘটনায় রেগে যান জাঠেরি। এ ছাড়াও সাগর প্রায় ৫০-৬০ জন কুস্তিগীরকে ছত্রসাল থেকে নাংলোইয়ের আখড়ায় নিয়ে চলে যান। সেটা নিয়েও সুশীলের সঙ্গে ঝগড়া শুরু হয় সাগরের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন