News71.com
 Sports
 11 Jun 21, 11:17 AM
 336           
 0
 11 Jun 21, 11:17 AM

জাতীয় দলের ফুটবলারদের বেতন দিবে বাফুফে।।

জাতীয় দলের ফুটবলারদের বেতন দিবে বাফুফে।।

 

 

স্পোর্টস ডেস্কঃ জাতীয় দলের ফুটবলারদের জন্য এখন থেকে কেন্দ্রীয় চুক্তির ব্যবস্থা করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে বিশ্বনাথ ঘোষ, মাহবুবুর রহমান সুফিল, সাদ উদ্দিন, টুটুল হোসেন বাদশা, আশরাফুল ইসলাম রানার সঙ্গে বসেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সভা শেষে বেরিয়ে তিনি সাংবাদিকদের কাছে একটি কেন্দ্রীয় চুক্তির পরিকল্পনার কথা জানান।

 

সালাউদ্দিন বলেন, 'ন্যাশনাল টিমে খেলা নিয়ে ক্লাবগুলোর সঙ্গে অনেক কনফ্লিক্ট হয়। তখন আমি চিন্তা করলাম, বাফুফে মেম্বারদের সঙ্গে কথা বললাম, পারিশ্রমিক পদ্ধতি দাঁড় করাতে হবে। ওরা ক্লাব থেকে যেটা পায়, পাক, কিন্তু জাতীয় দলে খেলার জন্য ওদের যদি একটা পারিশ্রমিক দেই, তাহলে ওরা অনুপ্রাণিত হবে। ৩০ জন খেলোয়াড়ের একটা গ্রুপ হবে। সেখানে ১৫ জনের একটা গ্রেড, ১০ জনের একটা গ্রেড এবং ৫ জনের আরেকটা গ্রেড থাকবে।'

 

আন্তর্জাতিক ম্যাচের জন্য অনেক সময়ই ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে চায় না। এছাড়া টাকার জন্য খেলোয়াড়রাও কখনও ছোট ইনজুরিকে বড় করে দেখিয়ে জাতীয় দলকে উপেক্ষা করেন। এসব বিষয় মাথায় রেখে কেন্দ্রীয় চুক্তির কথা ভেবেছে বাফুফে। সালাউদ্দিন আরও বলেন, 'কেন্দ্রীয় চুক্তি করলে তারা জাতীয় দলে খেলতে অনুপ্রাণিত হবে। অনেক সময় কারো ১০ শতাংশ ইনজুরি আছে কিন্তু শতভাগ ইনজুরির কথা বলে চলে যায়। এটা করলে সেটা হবে না।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন