News71.com
 Sports
 11 Jun 21, 11:16 AM
 407           
 0
 11 Jun 21, 11:16 AM

শ্রীলঙ্কা সফরে ভারতের অধিনায়ক শিখর ধাওয়ান।।

শ্রীলঙ্কা সফরে ভারতের অধিনায়ক শিখর ধাওয়ান।।

 

 

স্পোর্টস ডেস্কঃ আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই সফরের জন্য অভিজ্ঞ ওপেনার শিখর ধাওয়ানকে অধিনায়ক করা হয়েছে। মূলত একই সময়ে ভারতের দুটি জাতীয় দল দুটি দেশে খেলবে। তাই কোহলি-রোহিত শর্মাদের অবর্তমানে শ্রীলঙ্কায় দলকে নেতৃত্ব দেবেন ধাওয়ান।

 

জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। কিন্তু করোনাভাইরাস ও কোয়ারেন্টিনের বাধ্যবাধকতার এই সময়ে ইংল্যান্ড থেকে শ্রীলঙ্কা সফর করে আবার ইংল্যান্ড ফিরে যাওয়া এত সময়ে সম্ভব না। তাই শ্রীলঙ্কা সফরে সাদা বলের সিরিজ খেলতে একটি ভিন্ন দল গঠন করতে হচ্ছে ভারতকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন