News71.com
 Sports
 06 Jun 21, 10:26 PM
 410           
 0
 06 Jun 21, 10:26 PM

কোচের স্ত্রীর মন জিতলেন গ্র্যান্ডহোম।।

কোচের স্ত্রীর মন জিতলেন গ্র্যান্ডহোম।।

স্পোর্টস ডেস্কঃ আর কয়দিন পরেই ভারতের বিপক্ষে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে নিউজিল্যান্ড। ইতিহাসের প্রথম এই ফাইনালের আগে নিউজিল্যান্ড শিবিরে আলোচনার কেন্দ্রে কলিন ডি গ্রান্ডহোম। অন্য কিছু নয়, গ্রান্ডহোমের লম্বা চুল নিয়ে সোশ্যাল সাইটে বেশ সরস আলোচনা হচ্ছে। তিনি আশির দশকের মূলেট হেয়ারস্টাইল নিয়ে ভারতের বিপক্ষে ফাইনাল খেলতে নামবেন। কিউই বোলিং কোচ শ্যেন জার্গেনসেনের স্ত্রীও নাকি এই হেয়ার স্টাইল বেজায় পছন্দ করেছেন।

 

এক সংবাদ সম্মেলনে জার্গেনসন বলেছেন, তিনি ও তার স্ত্রী গ্র্যান্ডহোমের হেয়ার স্টাইল খুব পছন্দ করেছেন। তিনি বলেন, 'আমি কলিনের চুলের স্টাইলকে স্বাগত জানিয়েছি। আমার স্ত্রীরও বেশ পছন্দ হয়েছে তার হেয়ারস্টাইল। কারণ উল্লেখ না করলেও আমার স্ত্রী সরাসরি নিজের পছন্দের কথা জানিয়ে দিয়েছে। ড্রেসিংরুমে এবং মাঠে নিশ্চিত এই হেয়ারস্টাইল বিনোদনের বিষয় হয়ে দাঁড়াবে। নেটে ব্যাট করে প্যাভিলিয়নে ফেরার সময় তাকে সবাই স্টান্ডিং ওভেশন দিয়েছে। এটা দারুণ মজার বিষয় হতে চলেছে।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন