News71.com
 Sports
 05 Jun 21, 12:44 PM
 408           
 0
 05 Jun 21, 12:44 PM

ইউরো চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি ম্যাচে ইতালির বড় জয়।।

ইউরো চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি ম্যাচে ইতালির বড় জয়।।

 

স্পোর্টস ডেস্কঃ বড় জয়ে ইউরোর প্রস্তুতি সারল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। গতকাল শুক্রবার দিনগত রাতে চেক প্রজাতন্ত্রকে ৪-০ গোলে হারিয়েছে রবার্তো মানচিনির দল। সব মিলিয়ে টানা ৮ জয় নিয়ে ইউরো মিশন শুরুর অপেক্ষায় ইতালিয়ানরা। দরজায় কড়া নাড়ছে ইউরো চ্যাম্পিয়নশিপ। আসরকে সামনে রেখে প্রস্তুতিটাও বেশ দারুণ হয়েছে ইতালির। 

 

গত ম্যাচে স্যান ম্যারনিকো বড় ব্যবধানে হারানোর পর এবার চেক প্রজাতন্ত্রকে অনেকটা হেসে খেলেই হারাল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অথচ বোলোনিয়ায় ম্যাচের শুরুতেই লড়াইটা জমিয়ে তোলে চেক প্রজাতন্ত্র। বেশ কয়েকটি আক্রমণ রচনা করে প্রতিপক্ষের রক্ষণশিবির ব্যস্ত রাখে চেকরা। যদিও একপর্যায়ে বলের দখল নিয়ে অ্যাটাকিং ফুটবল খেলে ইতালির। তাইতো ২৩ মিনিটে ফরোয়ার্ড ইম্মোবিলের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন