News71.com
 Sports
 05 Jun 21, 12:01 AM
 447           
 0
 05 Jun 21, 12:01 AM

সৌরভের সৌজন্যে টিকা পাচ্ছেন দেড়শো দুঃস্থ মানুষ।।

সৌরভের সৌজন্যে টিকা পাচ্ছেন দেড়শো দুঃস্থ মানুষ।।

স্পোর্টস ডেস্কঃ ভারতে চলছে ভয়াবহ করোনা সংক্রমণ। বিভিন্ন অঙ্গনের তারকাদের মতো সাবেক অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীও বিভিন্ন ভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এবার সৌরভের উদ্যোগে কলকাতার দুঃস্থ মানুষদের দেওয়া হবে করোনার ভ্যাকসিন। বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তিও হয়ে গেছে। আগামী ১৩ জুন রবিবার দেড়শো মানুষকে করোনার টিকা দেওয়া হবে।

 

কলকাতার গণমাধ্যমগুলো জানিয়েছে, সৌরভ গত মার্চ-এপ্রিল থেকেই এই উদ্যোগ নেওয়ার কথা ভাবছিলেন। অবশেষে সেটা বাস্তবায়িত হওয়ার মুখে। গত বুধবার সকালে তিনি দুবাই গেছেন স্থগিত আইপিএলের বাকি থাকা ৩১টি ম্যাচ আয়োজনের খুটিনাটি পর্যবেক্ষণ করতে। আগামী রবিবার তার কলকাতায় ফেরার কথা। তারপর ১৩ জুন শুরু হবে ভ্যাকসিন কর্মসূচি। প্রাথমিকভাবে বেহালা অঞ্চলের দেড়শো দুঃস্থ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন