News71.com
 Sports
 04 Jun 21, 10:21 PM
 418           
 0
 04 Jun 21, 10:21 PM

নতুন ভূমিকায় ক্রিকেটে ফিরছেন সনাৎ জয়াসুরিয়া।।

নতুন ভূমিকায় ক্রিকেটে ফিরছেন সনাৎ জয়াসুরিয়া।।

স্পোর্টস ডেস্কঃ 'মাতারা হ্যারিকেন' খ্যাত লঙ্কান কিংবদন্তি সনাৎ জয়াসুরিয়াকে আবারও দেখা যাবে ক্রিকেটে। তবে অবশ্যই ক্রিকেটার হিসেবে নয়। তাকে নতুন মৌসুমের জন্য তাকে এক বছরের চুক্তিতে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মেলবোর্নের ক্লাব মালগ্রেভ। ওই ক্লাবে এর আগেই যোগ দিয়েছেন জয়াসুরিয়ার দুই সাবেক সতীর্থ তিলকারত্নে দিলশান এবং উপুল থারাঙ্গা। উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে ২০১৯ সালে জয়াসুরিয়াকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছিল আইসিসি।

 

ইস্টার্ন ক্রিকেট অ্যাসোসিয়েশন টুর্নামেন্টের দলটির প্রেসিডেন্ট মালিন পুল্লেনায়েগাম ১১০ টেস্ট এবং ৪৪৫ ওয়ানডে খেলা জয়াসুরিয়াকে পেয়ে ভীষণ উচ্ছসিত। জয়াসুরিয়াকে পাওয়ার পেছনে তিনি দিলশানকে কৃতিত্ব দিয়েছেন, 'দিলশান আমাদের জন্য সম্ভাবনার দরজাটা খুলে দিয়েছে এবং এটা আমাদের জন্য ছিল চমৎকার সুযোগ। আমাদের কিছু কাজ করার ছিল চুক্তিতে সম্মত হওয়ার জন্য এবং আমরা সেটা করেছি।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন