News71.com
 Sports
 04 Jun 21, 09:15 PM
 392           
 0
 04 Jun 21, 09:15 PM

৩০ কেজি ওজন কমিয়ে পাকিস্তান দলে মঈন খানের ছেলে।।

৩০ কেজি ওজন কমিয়ে পাকিস্তান দলে মঈন খানের ছেলে।।

স্পোর্টস ডেস্কঃ ১২ মাসে শরীরের ওজন ৩০ কিলো কমিয়ে পাকিস্তান দলে ডাক পেলেন সাবেক তারকা উইকেটকিপার মঈন খানের ছেলে আজম খান। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঘোষিত পাকিস্তান টি-টোয়েন্টি দলে তিনি প্রথমবারের মতো ডাক পেলেন। গত বছরই পাকিস্তানের নির্বাচকদের রাডারে আসেন ২২ বছর বয়সী আজম। কিন্তু ১৩০ কিলো ওজনের কারণে তাকে বিবেচনায় নেননি নির্বাচকরা।

 

আগামী জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আছে ৫ টি-টোয়েন্টি ও ২ টেস্টের সিরিজ। ঘরোয়া আসরে হার্ড-হিটার হিসেবে বিবেচিত আজম। ৩৬ টি-টোয়েন্টি ম্যাচে তার স্ট্রাইক রেট ১৫৭। এর মধ্যে পাকিস্তান সুপার লিগেও দুর্দান্ত পারফরমেন্স করেছেন তিনি। প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম বলেন, 'আমরা চারজন অভিজ্ঞ খেলোয়াড়কে দলে ডেকেছি এবং ঘরোয়া আসরে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার পেয়েছেন আজম।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন