News71.com
 Sports
 03 Jun 21, 05:35 PM
 381           
 0
 03 Jun 21, 05:35 PM

লর্ডসে অভিষেকেই সেঞ্চুরি কনওয়ের।।

লর্ডসে অভিষেকেই সেঞ্চুরি কনওয়ের।।

 

স্পোর্টস ডেস্কঃ লর্ডসে টেস্ট অভিষেক এমনিতেই স্মরণীয়। উপলক্ষটা আরো বর্ণিল করলেন ইংলিশ পেসার ওলি রবিনসন ও নিউজিল্যান্ড ওপেনার ডেভন কনওয়ে। প্রথম টেস্ট খেলতে নেমেই সেঞ্চুরি করেছেন কনওয়ে। তার হার না মানা ১৩৬ রানের সুবাদে ৩ উইকেটে ২৪৬ রানে প্রথম দিন শেষ করেছে কিউইরা। কনওয়ের স্মরণীয় দিনে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি অধিনায়ক কেন উইলিয়ামসন। ১৩ রান করে জেমস অ্যান্ডারসনের শিকারে পরিণত হয়েছেন তিনি। হেনরি নিকোলস ৪৬ রানে অপরাজিত আছেন। ইংল্যান্ডের পক্ষে অভিষিক্ত রবিনসন নিয়েছিলেন ২ উইকেট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন