স্পোর্টস ডেস্কঃ সফরকারী নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে আজ। এই সিরিজে স্টুয়ার্ট ব্রডকে নতুন দায়িত্ব দিয়েছে ইংল্যান্ড। জো রুটের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এক বিবৃতিতে ব্রডকে সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সাধারণত টেস্টে ইংল্যান্ড দলের সহ-অধিনায়কত্ব করেন বেন স্টোকস। চোটের জন্য স্টোকস নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে মাঠে নামতে পারছেন না। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে কিছুক্ষণ পরই মাঠে নামছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল ৪টায় মাঠে নামবে দুদল।