স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের বিয়ে ঘিরে শোনা যাচ্ছিলো নানান কথা। এরই মাঝে জানা গেল বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে চাচাতো বোনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বাবর।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আগামী বছরই বিয়ে করতে চলেছেন বাবর। পাত্রী বাবর আজমেরই চাচাতো বোন। বর আর কনেপক্ষ মিলে বিয়েতে সম্মত হয়েছে। পিএসএল ও আন্তর্জাতিক ব্যস্ত সূচী থাকায় আগামী বছরের শুরুতেই বিয়ে করবেন বাবর। এর আগে বাবরকে ঘিরে উঠেছিল নারীঘটিত কেলেঙ্কারির ঘটনা। বাবরের বিরুদ্ধে যৌন নির্যাতন ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ এনেছিলেন হামিজা মুখতার নামে এক পাকিস্তানি তরুণী।