স্পোর্টস ডেস্কঃ মানসিক সমস্যায় ভুগছেন নাওমি ওসাকা। সংবাদ সম্মেলনে এসে খেই হারিয়ে ফেলেন প্রায়। তাই ফ্রেঞ্চ ওপেনে আসার আগে নাওমি ওসাকা জানান, এবার ম্যাচ শেষে আসবেন না সংবাদ সম্মেলনে। আয়োজকরা সেটা মানেনি। প্রথম রাউন্ড শেষে মিডিয়া বয়কট করায় ১৫ হাজার ডলার জরিমানা দিতে হয়েছে চারটি গ্র্যান্ড স্লাম জেতা এই তরুণীকে। ভবিষ্যতে একই কাজ করলে বাদও পড়তে পারেন। বিতর্ক আর না বাড়াতে দ্বিতীয় রাউন্ডের আগে টুইটারে সরে দাঁড়ানোর ঘোষণাই দিলেন ওসাকা, ‘আমার মনে হয়েছে টুর্নামেন্ট, অন্য খেলোয়াড় ও আমার নিজের জন্যই সরে দাঁড়ানো উচিত। সত্যিটা হচ্ছে, ২০১৮ সালের পর থেকে মানসিক সমস্যায় ভুগছি আমি।’
সাবেক, বর্তমান তারকারা ওসাকার পাশে দাঁড়িয়ে একহাতই নিয়েছেন আয়োজকদের। টেনিসের গণ্ডি ছাড়িয়ে এনবিএ, ক্রিকেট আর ফুটবল খেলোয়াড়রাও সমর্থন জানান র্যাংকিংয়ে দুইয়ে থাকা এই জাপানিকে। রোলাঁ গারোয় প্রথম রাউন্ড জয়ের পর সেরেনা উইলিয়ামসের ক্ষোভ, ‘সব মানুষ সমান হয় না। আমি যেভাবে সংবাদমাধ্যমকে পাশে নিয়ে চলি, ওসাকা সেটা নাও পারতে পারে। আমার গায়ের চামড়া পুরু, ওরটা পাতলা।’