News71.com
 Sports
 01 Jun 21, 10:54 PM
 382           
 0
 01 Jun 21, 10:54 PM

পরিবার নিয়ে কোহলিদের যুক্তরাজ্যে আসার অনুমতি দিলো ইসিবি।।

পরিবার নিয়ে কোহলিদের যুক্তরাজ্যে আসার অনুমতি দিলো ইসিবি।।

 

স্পোর্টস ডেস্কঃ পরিবারসহ বিরাট কোহলি-রোহিত শর্মাদের সফরের অনুমতি দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী ১৮ জুন সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে আগামীকাল ইংল্যান্ডে উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। পরিবার নিয়েই বিরাট কোহলি-রোহিত শর্মাদের যুক্তরাজ্যে আসার অনুমতি দিয়েছে (ইসিবি)।

 

প্রায় চার মাসের দীর্ঘ সফরে ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে ইংল্যান্ডের বিপক্ষে আছে ৪ ম্যাচের টেস্ট সিরিজ। তাই দীর্ঘ সফরের কথা চিন্তা করে পরিবার নিয়ে যাবার জন্য ইসিবির কাছে বিশেষভাবে অনুরোধ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অবশেষে ভারতের খেলোয়াড়দের জন্য সুখবর দিয়েছে ইসিবি। পরিবার নিয়েই ইংল্যান্ডের মাটিতে পা রাখতে পারবে কোহলি-রোহিত-রাহানেরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন