News71.com
 Sports
 01 Jun 21, 10:54 PM
 388           
 0
 01 Jun 21, 10:54 PM

সিরি-এ লিগের এমভিপি অ্যাওয়ার্ড জিতলেন লুকাকু।।

সিরি-এ লিগের এমভিপি অ্যাওয়ার্ড জিতলেন লুকাকু।।

 

স্পোর্টস ডেস্কঃ সদ্য সমাপ্ত ২০২০-২১ মৌসুমের সিরি-এ লিগের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি) অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন ইন্টার মিলানের ফরোয়ার্ড রোমেলু লুকাকু। বেলজিয়ান এই তারকা এবারের মৌসুমে লিগে ২৪ গোল করা ছাড়াও ১১টি গোলে সতীর্থদের সহযোগিতা করেছেন। ১১ বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মত সিরি-এ লিগ শিরোপা জয় করেছে লুকাকুর ক্লাব ইন্টার মিলান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন