স্পোর্টস ডেস্কঃ বৃষ্টির কারণে চলমান বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দুই দিন পিছিয়ে দিয়েছিল ঢাকা মহানগরীর ক্রিকেট কমিটি (সিসিডিএম)। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সড়ে এসে নতুনভাবে সিসিডিএম জানিয়েছে, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পরের দুই রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে। অর্থাৎ, ৪ দিনের মিরপুরে ১২ ম্যাচ হবে।
বিকেএসপির দুই মাঠে প্রতিদিন চার ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আজকের বৃষ্টিতে মাঠ জলাবদ্ধ হয়ে পড়ায় মিরপুরে ম্যাচ আয়োজনে নতুন সিদ্ধান্ত নেয় সিসিডিএম। তিন ভেন্যু মিরপুর, বিকেএসপি তিন নম্বর মাঠ ও বিকেএসপির চার নম্বর মাঠে একদিনে ছয়টি করে ম্যাচের সূচি ছিল। কিন্তু দুই দিনে ছয়টি ম্যাচ আয়োজন করবে মিরপুর স্টেডিয়াম।