News71.com
 Sports
 01 Jun 21, 07:33 PM
 392           
 0
 01 Jun 21, 07:33 PM

আইপিএল খেলতে সাকিব-মুস্তাফিজকে অনাপত্তি পত্র দেবে না বিসিবি।।

আইপিএল খেলতে সাকিব-মুস্তাফিজকে অনাপত্তি পত্র দেবে না বিসিবি।।

 

স্পোর্টস ডেস্কঃ করোনায় স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের বাকি অংশে দেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে খেলতে অনাপত্তি পত্র (এনওসি) দেয়া হবে না বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় টুর্নামেন্টের মাঝপথে গত ৪ মে চতুর্দশ আসরটি স্থগিত হয়। তবে টুর্নামেন্টের বাকি অংশ আগামী সেপ্টেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত হবে।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিরিজ খেলবে বাংলাদেশ, তাই ওই দুই খেলোয়াড়কে এনওসি পত্র দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। রবিবার একটি স্যাটেলাইট চ্যানেলের সাথে আলাপকালে পাপন বলেন, 'আমি আসলে কোনো সম্ভাবনা দেখছি না। বিশ্বকাপ কাছাকাছি থাকা অবস্থায় তাদেরকে এনওসি দেয়া প্রায় অসম্ভব এবং আমরা বিশ্বকাপের জন্য আমাদের প্রস্তুতির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিরিজ নিয়ে ব্যস্ত থাকব।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন