স্পোর্টস ডেস্কঃ কাতারে পৌঁছে কালই অনুশীলনে নেমে পড়েছেন ফুটবলাররা। স্বস্তির খবর হলো সেই অনুশীলনে দলের প্রত্যেককে পেয়েছেন জেমি ডে। কারণ করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ হয়েছেন যে। তাতে জামাল ভুঁইয়াদের মাঠে নেমে পড়তে কোনো সমস্যাই হয়নি।
পরশু দুপুরে দোহায় পা রাখে জাতীয় ফুটবল দল। বিমানবন্দরে সব আনুষ্ঠানিকতা শেষ করে হোটেলে পৌঁছাতে পৌঁছাতে বিকেল। সন্ধ্যায় দলের প্রত্যেক সদস্যের করোনা পরীক্ষা হয়। সেই রিপোর্ট এসেছে কাল দুপুরে। এর আগে হোটেলেই খেলোয়াড়রা স্ট্রেচিং করেছেন। নেগেটিভ রিপোর্ট পেয়ে বিকেলেই শুরু হয়েছে তাঁদের মাঠের অনুশীলন। কাতারে আগামী ৩, ৭ ও ১৫ জুন যথাক্রমে আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের শেষ তিন ম্যাচ খেলবে বাংলাদেশ দল।