স্পোর্টস ডেস্কঃ উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফাইনালে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় বারের মতো শিরোপা জিতল চেলসি। ফাইনালে দলের হয়ে একমাত্র গোলটি করেন জার্মান মিডফিল্ডার কাই হাভার্টজ। ম্যাচ শুরুর আগে বাজির দর কিংবা সাম্প্রতিক পারফরম্যান্স, সব কিছুতেই এগিয়ে ছিল ম্যান সিটি।
পোর্তোর স্তাদিও দো দ্রাগোয় শনিবার রাতে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলের ব্যবধানে হারায় চেলসি। চ্যাম্পিয়ন্স লিগে এটা তাদের দ্বিতীয় শিরোপা। এর আগে ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। কিন্তু পোর্তোতে রূপকথার জন্ম দিতে পারেনি ম্যান সিটি। থমাস টুখেলের বুদ্ধিদীপ্ত কৌশলের কাছে হার মেনেছে পেপ গার্দিওলা।