News71.com
 Sports
 29 May 21, 02:23 PM
 429           
 0
 29 May 21, 02:23 PM

সিরিজের তৃতীয় ম্যাচে ৯৭ রানে হারল তামিম বাহিনী।।

সিরিজের তৃতীয় ম্যাচে ৯৭ রানে হারল তামিম বাহিনী।।

 

স্পোর্টস ডেস্কঃ প্রথম দুই ম্যাচে যে দল দাপটে সিরিজ জিতেছে, সেই দলকে আজ চেনাই যাচ্ছিল না! বাজে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে ছিল আসা-যাওয়ার খেলা। টাইগারদের খেলা দেখে মনে হচ্ছিল না যে,  এই দলটাই সিরিজ জিতেছে! সবকিছুতেই ছিল গা ছাড়া ভাব। ফলাফল যা হওয়ার তাই হলো। ৯৭ রানের বিশাল পরাজয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করল বাংলাদেশ। অবস্থা এতটাই খারাপ যে তামিম ইকবালের দল আজ দুইশও স্পর্শ করতে পারেনি!

 

২৮৭ রানের বড় টার্গেট তাড়ায় নেমে শুরুতে ব্যাপক চাপে পড়ে যায় বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যর্থ লিটন দাসকে বাদ দিয়ে আজ একাদশে নেওয়া হয় মোহম্মদ নাঈমকে। কিন্তু চামিরার করা ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে এই তরুণ কুশল মেন্ডিসের হাতে তালুবন্দি হন মাত্র ১ রান করে। ফিরতি ওভারে এসে সাকিব আল হাসানকে (৪) তুলে নেন চামিরা। ৯ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। ইনিংসের ৩৮তম বলে আসে প্রথম বাউন্ডারি! সেটি হাঁকান তামিম ইকবাল। এই তামিম ইকবালকেই দলীয় ২৮ রানে কিপারের গ্লাভসবন্দি করেন চামিরা। তামিম রিভিউ নিয়েও বাঁচতে পারেননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন