News71.com
 Sports
 28 May 21, 07:14 PM
 419           
 0
 28 May 21, 07:14 PM

করোনায় আক্রান্ত ৭ ক্রিকেটার।। তবুও যথাসময়ে ডিপিএল

করোনায় আক্রান্ত ৭ ক্রিকেটার।। তবুও যথাসময়ে ডিপিএল

 

স্পোর্টস ডেস্কঃ স্থগিত হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরু হতে যাচ্ছে ৩১ মে থেকে। করোনার প্রকোপ সত্ত্বেও নির্ধারিত সময়েই মাঠে গড়াতে যাচ্ছে ঘরোয়া লিগের এই টুর্নামেন্ট। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে প্রথম ৩০ ম্যাচের জন্য চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনা ভাইরাসের কারণে গেল বছরের মার্চে এক রাউন্ড শেষেই টুর্নামেন্টটি স্থগিত করেছিল বিসিবি। 

 

তবে নতুন করে মাঠে গড়ানোর আগেই করোনা টেস্টে পজিটিভ হয়েছেন চার দলের সাতজন ক্রিকেটার ও দুইজন ক্লাব কর্মকর্তা। তবুও যথাসময়েই টুর্নামেন্ট আয়োজনে বদ্ধপরিকর বিসিবি। নিয়ম অনুযায়ী টুর্নামেন্টটি ওয়ানডে ফরম্যাটে হলেও এবারের আসরটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে। এবারের আসরে অংশগ্রহণ করবে মোট ১২টি দল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন