News71.com
 Sports
 27 May 21, 10:44 PM
 447           
 0
 27 May 21, 10:44 PM

শেখ জামালের সঙ্গে ড্র করল জাতীয় ফুটবল টিম।।

শেখ জামালের সঙ্গে ড্র করল জাতীয় ফুটবল টিম।।

 

স্পোর্টস ডেস্কঃ রাত পোহালে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্ব খেলতে কাতারের উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তার আগে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়ারা। স্বাভাবিকভাবে সবাই ভেবেছিল,  জাতীয় দলই জিতবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ম্যাচটি ২-২ ড্র হয়েছে। 

 

আজ বৃহস্পতিবার বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জাতীয় দলের একটি করে গোল ইয়াসিন আরাফাত ও মেহেদী হাসানের (রয়েল)। আর শেখ জামালের একটি গোল করেছেন গাম্বিয়ান ফরোয়ার্ড সুলাইমান সিল্লাহ ও অন্যটি আত্মঘাতী। ম্যাচটির লক্ষ্যণীয় বিষয় ছিল, দুই অর্ধে দুটি একাদশ খেলিয়েছেন জাতীয় দলের কোচ জেমি ডে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন