News71.com
 Sports
 26 May 21, 04:11 PM
 564           
 0
 26 May 21, 04:11 PM

বিশ্বকাপ সুপার লিগে পয়েন্ট তালিকায় শীর্ষে বাংলাদেশ।।

বিশ্বকাপ সুপার লিগে পয়েন্ট তালিকায় শীর্ষে বাংলাদেশ।।

 

স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম দুই ওয়ানডে থেকে ২০ পয়েন্ট সংগ্রহ করে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেছে টাইগাররা। শীর্ষে ওঠার পথে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে পেছনে ফেলেছে তামিমবাহিনী। চলতি সিরিজ শুরুর আগে ৪০ পয়েন্ট ছিল ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার। নেট রানরেটে এগিয়ে থাকায় এক নম্বরে ছিল ইংল্যান্ড। পরের দুই স্থানে ছিল পাকিস্তান ও অস্ট্রেলিয়া। তবে দুই ম্যাচ জিতে সবাইকে টপকে গেছে বাংলাদেশ। সুপার লিগে নিজেদের আট ম্যাচের পাঁচটিতে জয়ের সুবাদে বাংলাদেশ দলের এখন ৫০ পয়েন্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন