স্পোর্টস ডেস্কঃ তিনটির বদলে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রলিয়া। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করছেন। এছাড়া আগামী জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট কমানো হয়েছে। বাড়ানো হয়েছে টি-টোয়েন্টি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখেই যে এসব আয়োজন।
ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে আকরাম খান বলেছেন, 'অস্ট্রেলিয়া বোর্ডের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা তিনটির বদলে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে রাজি হয়েছে। পুরো সিরিজটি অনুষ্ঠিত হবে ৮ থেকে ৯ দিনের মধ্যে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি যাতে ভালো হয়, আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি। যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের একটি কমিয়ে বাড়তি একটি টি-টোয়েন্টি ম্যাচ যোগ করা হয়েছে।'