News71.com
 Sports
 25 May 21, 11:38 AM
 411           
 0
 25 May 21, 11:38 AM

২ হাজার অক্সিজেন সিলিন্ডার দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।।

২ হাজার অক্সিজেন সিলিন্ডার দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।।

স্পোর্টস ডেস্কঃ করোনায় দিশেহারা ভারত। নতুন ভ্যারিয়েন্টের কবলে প্রতিনিয়তই বাড়ছে সংক্রমণ আর মৃতের সংখ্যা। প্রায় প্রতিদিনই আক্রান্ত এবং মৃতের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে দেশটি। ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। সংকট দেখা দিয়েছে অক্সিজেনের। চেষ্টা চলছে এই সংকট কাটিয়ে ওঠার।অক্সিজেন সংকট কাটিয়ে উঠতে এবার হাসপাতালগুলোর পাশে দাঁড়িয়েছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)।

 

১০ লিটার করে প্রায় ২ হাজারটি অক্সিজেন সিলিন্ডার অনুদান দিয়েছে তারা। যা ভারতের বিভিন্ন রাজ্য বা প্রদেশের হাসপাতালগুলোতে দেওয়া হবে। এ প্রসঙ্গে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেন, বিসিসিআই কোভিড-১৯ মহামামিকে কাটিয়ে উঠতে সহায়তার হাত বাড়িয়েছে। ১০ লিটারের দুই হাজার অক্সিজেন সিলিন্ডার সহায়তা দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। চিকিৎসা এবং স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিসিসিআই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন