News71.com
 Sports
 24 May 21, 06:16 PM
 420           
 0
 24 May 21, 06:16 PM

স্পেনের ইউরো কাপ জয়ের দল ঘোষণা।।

স্পেনের ইউরো কাপ জয়ের দল ঘোষণা।।

 

স্পোর্টস ডেস্কঃ আসছে ইউরো ২০২০ ফুটবল টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছেন স্পেন কোচ লুইস এনরিকে। তবে এই দলে নেওয়া হয়নি নিয়মিত অধিনায়ক সার্জিও রামোসকে। ২৬ জনের দলের অনুমতি থাকলেও এনরিকে ২৪ জনের স্কোয়াড ঘোষণা করেছেন। তবে ইনজুরির কারণে লা রোহাদের দলে থাকতে পারলেন না রিয়াল মাদ্রিদের এই তারকা ডিফেন্ডার। আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে ইউরো ২০২০। আসরটি গত বছর হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে এক বছর পিছিয়ে যায়।

 

স্পেন স্কোয়াডঃ উনাই সাইমন (গোল রক্ষক), ডেভিড ডি গিয়া, রবার্ত সানচেজ। ডিফেন্ডারঃ হোসে গায়া, জর্দি আলবা, পাউ তোরেস, আইমেরিক লাপোর্তে, এরিক গার্সিয়া, দিয়েগো লোরেন্তে, সিজার আজপিলিকুয়েতা, মার্কোস লোরেন্তে। মিড ফিল্ডারঃ  সার্জিও বুসকেতস, রদ্রি, পেদ্রি, থিয়াগো, কোকে, ফ্যাবিয়ান রুইজ। ফরোয়ার্ডঃ দানি ওলমো, মিকেল ওয়ারজাবল, আলভারো মোরাতা, জেরার্দ মোরেনো, ফেরান তোরেস, অ্যাদামা ত্রাওরে, পাবলো সারাবিয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন