স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারী শ্রীলঙ্কাকে ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশ। রোববারের সে ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন পেসার মুস্তাফিজুর রহমান। ৯ ওভারে মাত্র ৩৪ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। কাটার মাস্টারের এমন দুর্দান্ত বোলিংয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে আইপিএলের দল রাজস্থান রয়্যালস।
নিজেদের ভেরিফাইড পেজে শ্রীলঙ্কার বিপক্ষে মুস্তাফিজের ছবি আপলোড করেছে রাজস্থান। ক্যাপশনে ফিজের তিন উইকেট শিকার সম্পর্কে বলা হয়েছে। বাংলাদেশ ৩৩ রানে জিতেছে- এমনটিও লেখা হয়েছে ক্যাপশনে। হ্যাশট্যাগ দিয়ে লিখা হয়েছে ‘রয়্যালস ফ্যামিলি’।