News71.com
 Sports
 24 May 21, 06:12 PM
 398           
 0
 24 May 21, 06:12 PM

অষ্টমবারের মতো লা লিগায় সর্বোচ্চ গোলদাতা মেসি।।

অষ্টমবারের মতো লা লিগায় সর্বোচ্চ গোলদাতা মেসি।।

 

স্পোর্টস ডেস্কঃ স্প্যানিশ লা লিগায় শেষ ম্যাচটি খেলেননি। এর পরও লা লিগার সর্বোচ্চ গোলদাতার পিচিচি পুরস্কারটা উঠতে যাচ্ছে বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসির হাতেই। ৩০ গোল করে সবাইকে ছাড়িয়ে এই কিংবদন্তি। করিম বেনজিমা ও জেরার্দ মরেনোর গোল ২৩টি করে।

 

অ্যাতলেতিকোকে শিরোপা জেতানো লুইস সুয়ারেস করেছেন ২১ গোল। এখনো খেলা বাকি এমন দলের মধ্যে সেভিয়ার ইউসেফ এন নেসাইরির গোল ১৮টি। তাই রেকর্ড অষ্টমবার আর টানা পঞ্চমবার পিচিচি উঠতে যাচ্ছে মেসির হাতেই। ইউরোপের পাঁচ লিগে এত বেশিবার কোনো লিগের সর্বোচ্চ গোলদাতা হননি আর কেউই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন