News71.com
 Sports
 22 May 21, 09:26 PM
 421           
 0
 22 May 21, 09:26 PM

অকালে চলে গেলেন বার্সার সাবেক গোলরক্ষক আরনাউ।।

অকালে চলে গেলেন বার্সার সাবেক গোলরক্ষক আরনাউ।।

 

স্পোর্টস ডেস্কঃ চলে গেলেন বার্সেলোনার সাবেক গোলরক্ষক ফ্রান্সেস আরনাউ। মাত্র ৪৬ বছর বয়সে মৃত্যু হয় তার। এক বিবৃতিতে এমনটি নিশ্চিত করেছে ক্লাব বার্সা। তবে মৃত্যুর কারণ জানানো হয়নি।

 

কাতালান জায়ান্টদের হয়ে যুব দলে ক্যারিয়ার শুরু করা আরনাউ মূল দলে ১৯৯৮ থেকে ২০০১ পর্যন্ত খেলেন। কিন্তু ১৯৯৬ সালেই মূল দলে অভিষেক হয় তার। যদিও তখনও তিনি ‘বি’ দলে ছিলেন। দলের হয়ে তিনি সব মিলিয়ে ৩০টি অফিসিয়াল ম্যাচ খেলেছিলেন। বার্সা ছেড়ে পরবর্তীতে লা লিগার আরেক দল মালাগায় পাড়ি দেন আরনাউ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন