স্পোর্টস ডেস্কঃ এসএ গেমস থেকে ফেরার পর রোমান সানা যখন ধারাবাহিকভাবে খারাপ করছিলেন, তখনো কোচ মার্টিন ফ্রেডরিখ বা ফেডারেশন কর্মকর্তাদের এ নিয়ে খুব একটা দুশ্চিন্তা দেখা যায়নি। রোমানে আস্থা রেখে তাঁরা বরং এক একটা টুর্নামেন্টে রোমাঞ্চিত হয়ে উঠছিলেন রোমানকে কঠিন সময় উপহার দেওয়া অন্যদের পারফরম্যান্সে।
মেয়েদের ক্ষেত্রেও একই কথা। গেমসে ত্রিমুকুট জেতা ইতি খাতুন শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে জায়গা পাননি। ইতিকে ছন্দে ফেরার সময় দিয়ে ফ্রেডরিখকে কিন্তু ভীষণ ব্যস্ত থাকতে হয়েছে অন্যদের নিয়ে। যেমন দিয়া সিদ্দিকী। বিকেএসপির ১৭ বছর বয়সী এই তরুণী রোমানদের মতো সেরাদের সঙ্গ পেয়ে, ফ্রেডরিখের মতো হাই প্রফাইল কোচের অধীনে নিজেও যে বিশ্বমানের হয়ে উঠেছেন তার প্রমাণ তিনি রাখলেন লুজানে এবারের বিশ্বকাপ আর্চারিতে। পরশু রাতে রোমান-দিয়া জুটি ফাইনালে ওঠার পর আর্চারি ফেডারেশন সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ লুজান থেকে ফোনে সেই গর্বের কথাই বলছিলেন কাঁপা কাঁপা কণ্ঠে, ‘আর্চারিতে আমরা যে বিশ্বমানের হয়ে উঠেছি এ রেজাল্ট তার প্রমাণ। রোমান যে একের পর এক আন্তর্জাতিক আসরে নিজেকে মেলে ধরছে, তাতে এ রেজাল্ট কোনো চমক নয়, আমরা এই জায়গাটায় উঠে এসেছি।’ এর পরও প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক আসরে ফিরে শিষ্যদের এই পারফরম্যান্স কিছুটা বিস্মিতই করেছে খোদ কোচ ফ্রেডরিখকে, ‘সত্যি বলতে, আমি নিজে এতটা আশা করিনি যে ফাইনালে উঠে যাব। কাল প্রায় দেড় বছর পর ওরা আন্তর্জাতিক আসরে ফিরেছে। আমাদের মূল লক্ষ্য ছিল এই টুর্নামেন্টে পুরনো ছন্দটা ফিরে পাওয়া। সেখানে এই রেজাল্ট সত্যি অনেক বড় পাওয়া।’