স্পোর্টস ডেস্কঃ বিশ্বের কিছু মানুষের কাছে বয়স কোনো ব্যাপারই নয়; একটা সংখ্যামাত্র। তাদের একজন ড্যারেন স্টিভেন্স। কিছুদিন আগেই নিজের ৪৫তম জন্মদিনে কাউন্টি ক্রিকেটের এক ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন। মাস ঘুরতে না ঘুরতে ফের রেকর্ড বইয়ে নাম তুলে ফেললেন কাউন্টি দল কেন্টের এই অভিজ্ঞ অল-রাউন্ডার। গ্ল্যামারগনের বিরুদ্ধে কাউন্টি ম্যাচে তিনি খেলেছেন ১৯০ রানের ইনিংস। চলতি মৌসুমে এটা তার দ্বিতীয় তিন অংকের ইনিংস।
ওই ম্যাচে ৯২ বলে ৯টি চার ও ৭টি ছক্কায় তিন অংক স্পর্শ করেন ড্যারেন। ১১৭ বলে টপকে যান ১৫০ রানের মাইলফলক। সবাই তখন ৪৫ বছর বয়সী এই তরুণের ডাবল সেঞ্চুরি দেখার অপেক্ষায় ছিলেন। তিনি যেভাবে খেলছিলেন, তাতে ডাবল সেঞ্চুরি অসম্ভব মনে হচ্ছিল না। কিন্তু না, স্টিভেন্স শেষ পর্যন্ত ১৪৯ বলে ১৯০ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে আউট হয়ে যান। এই ধ্বংসাত্মক ইনিংসে তিনি ১৫টি চার ও ১৫টি ছক্কা মারেন। মাত্র ১০ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করার আক্ষেপ নিশ্চয়ই পোড়াচ্ছেস স্টিভেন্সকে।