News71.com
 Sports
 20 May 21, 06:55 PM
 463           
 0
 20 May 21, 06:55 PM

দুই বছর অন্তর বিশ্বকাপ ফুটবল আয়োজনের প্রস্তাব।।

দুই বছর অন্তর বিশ্বকাপ ফুটবল আয়োজনের প্রস্তাব।।

 

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ ফুটবল হলো ক্রীড়া মহাযজ্ঞগুলোর একটি। যদিও একটা বিশ্বকাপ দেখতে অপেক্ষা করতে হয় চার বছর। বিশ্বকাপ চালু হওয়ার পর থেকে এই নিয়ম চলছে। এত বছর পর ফিফার কাছে নতুন প্রস্তাব গেছে বিশ্বকাপ যেন ২ বছর পরপর আয়োজন করা হয়। এমন প্রস্তাব এসেছে সৌদি আরবের থেকে। নারী ও পুরুষ উভয় বিশ্বকাপই দুই বছর পরপর আয়োজনের প্রস্তাব দিয়েছে সৌদি। বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছে ফিফা।

 

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এর আগে মেয়েদের বিশ্বকাপ দুই বছর পরপর আয়োজনের কথা বলেছিলেন। এবার সৌদি আরবের প্রস্তাবনায়, দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা এবং প্রভাব খতিয়ে দেখার জন্য ফিফার কাছে অনুরোধ করা হয়েছে। ফিফার বার্ষিক অধিবেশন কংগ্রেসে এই প্রস্তাব পেশ করা হবে। আগামীকাল শুক্রবার থেকে সুইজারল্যান্ডের জুরিখে ২১১ সদস্য দেশকে নিয়ে অনলাইনের মাধ্যমে এই কংগ্রেস শুরু হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন