News71.com
 Sports
 19 May 21, 11:56 AM
 467           
 0
 19 May 21, 11:56 AM

আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছেন না ডি ভিলিয়ার্স।।

আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছেন না ডি ভিলিয়ার্স।।

স্পোর্টস ডেস্কঃ অবসর ভেঙে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স- এমনটাই আলোচনা ছিল আইপিএল চলাকালেও। তবে আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছেন না ডি ভিলিয়ার্স। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর খেলার ইচ্ছা নিয়ে একটা গুঞ্জন ছিল। কিন্তু জাতীয় দলে না ফেরার চূড়ান্ত সিদ্ধান্তের কথাই নাকি তিনি জানিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডকে। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। মঙ্গলবার ঘোষণা করা লাল ও সাদা বলের দলে নেই ডি ভিলিয়ার্সের নাম।

 

২০১৮ সালে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৪ টেস্ট, ২২৮ ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। যথাক্রমে ৮ হাজার ৭৬৫, ৯ হাজার ৫৭৭ ও ১ হাজার ৬৭২ রান তুলেছেন ডি ভিলিয়ার্স। তিন ফরম্যাটে ৪৭টি শতক ও ১০৯ টি অর্ধশতক রয়েছে তার নামের পাশে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন