News71.com
 Sports
 19 May 21, 11:56 AM
 435           
 0
 19 May 21, 11:56 AM

লেস্টার সিটিকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে চেলসি।।

লেস্টার সিটিকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে চেলসি।।

 

স্পোর্টস ডেস্কঃ এফএ কাপের ফাইনালে লেস্টার সিটির কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল চেলসির। আর শিরোপা হারানোর তিন দিনের মাথায় প্রিমিয়ার লিগে আবারও দেখা দুই দলের। এবার ঘরের মাঠে লেস্টারকে হারিয়ে লিগ টেবিলের তিনে উঠে এসেছে অল ব্লুজরা। মঙ্গলবার (১৮ মে) স্ট্যামফোর্ড ব্রিজে অ্যান্তোনিও রুডিগার ও জর্জিনহোর গোলে লেস্টারের বিপক্ষে ২-১ ব্যবধানের জয় পেয়েছে চেলসি। লেস্টারের হয়ে একমাত্র গোলটি করেন ইহানাচো কেলেচি।

 

লেস্টার সিটিকে হারিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠেছে টমাস টুখেলের দল। ৩৭ ম্যাচ শেষে ১৯ জয়, ১০ ড্র আর ৮ হারে ৬৭ পয়েন্ট চেলসির। সমান ম্যাচে ২০ জয়, ৬ ড্র আর ১১ হারে ৬৬ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে লেস্টার। আর এক ম্যাচ কম খেলা লিভারপুল ৬৩ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে। এছাড়া যথারীতি শীর্ষে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। আর ফুলহামের সঙ্গে ড্র করেও ৭১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন