স্পোর্টস ডেস্কঃ দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার এবারের অ্যাশেজ সিরিজের দিনক্ষণ চূড়ান্ত করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এ বছরের ডিসেম্বরে শুরু হবে অ্যাশেজ সিরিজ। ব্রিসবেনের গ্যাবায় ৮ ডিসেম্বর শুরু হবে অ্যাশেজ। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে দেশে ফেরার পর থাকা কোয়ারেন্টাইনে থাকতে হবে ক্রিকেটারদের। এজন্য কয়েকদিন পিছিয়েছে অ্যাশেজ শুরুর সময়। অ্যাশেজের আগেই অবশ্য ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। আগামী ২৭ নভেম্বর হবে সেই টেস্ট।