স্পোর্টস ডেস্কঃ এমন অভিজ্ঞতা তাঁদের কোনো দিন হয়নি, প্রায় ১৭ দিন একরকম ঘরবন্দি। সেই ‘বন্দিদশা’ থেকে গত পরশু মুক্তি পেয়েছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। আর গতকাল যোগ দিয়েছেন দলের সঙ্গে অনুশীলনে। তবে তাঁদের এই মাঠে ফেরার আনন্দে বাগড়া দিয়েছে প্রকৃতি। অঝোরে বৃষ্টির কারণে প্র্যাকটিসই যে হয়নি গতকাল। তবু খোলা বাতাসের অক্সিজেন তো নিতে পেরেছেন এতগুলো দিন পর।
কভিডের কারণে আচমকা আইপিএল স্থগিত ঘোষণার চার দিন আগে থেকেই হোটেলবন্দি ছিলেন সাকিব ও মুস্তাফিজ। এরপর বিশেষ বিমানে ঢাকায় ফিরে সাকিব সোজা ওঠেন গুলশানের ফোর পয়েন্টস শেরাটনে। আর সস্ত্রীক মুস্তাফিজের ঠিকানা হয় সোনারগাঁও হোটেল। সরকারি নির্দেশনা অনুযায়ী ভারত ফেরতদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা কমাতে বিসিবির তরফ থেকে চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেটি দুই দিনের বেশি কমাতে রাজি হয়নি স্বাস্থ্য অধিদপ্তর। তাই ১২ দিন ঢাকায় ফিরেও হোটেলেই থাকতে হয়েছে সাকিব ও মুস্তাফিজকে। এই সময়কালে অসংখ্যবার করোনা পরীক্ষায় নেগেটিভ আসায় এই ‘বিশেষ ছাড়’ পেয়েছেন তাঁরা।