News71.com
 Sports
 17 May 21, 11:04 PM
 458           
 0
 17 May 21, 11:04 PM

রেইমসকে উড়িয়ে শিরোপার আশা বাঁচিয়ে রাখল পিএসজি।।

রেইমসকে উড়িয়ে শিরোপার আশা বাঁচিয়ে রাখল পিএসজি।।

 

স্পোর্টস ডেস্কঃ লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিলের হোঁচট খাওয়ার রাতে রেইমসকে উড়িয়ে শিরোপার আশা বাঁচিয়ে রাখল পিএসজি। এদিন নেইমার, এমবাপ্পে, মার্কুইনস আর কিনের গোলে রেইমসকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ফলে শিরোপা নির্ধারণের লড়াইটা শেষ রাউন্ডের ম্যাচ পর্যন্ত গড়াল। অন্যদিকে সাঁত এতিয়েনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে লিলে। রবিবার (১৬ মে) প্রতিপক্ষের মাঠে ৪-০ গোলে জিতেছে পিএসজি। দুই অর্ধে দুটি করে গোল করে তারা।

 

নেইমারের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে। পরের দুটি গোল করেন মার্কিনিয়োস ও মোইজে কিন। ব্যবধান হতে পারতো আরো বড়। পুরো ম্যাচে মোট ২৮টি শট নেয় পিএসজি, এর ১০টি ছিল লক্ষ্যে। একই সময়ে শুরু হওয়া ম্যাচে ঘরের মাঠে সাঁত এতিয়েনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে লিল। ৩৭ রাউন্ড শেষে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে পিএসজি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন