স্পোর্টস ডেস্কঃ একমাস সিয়াম সাধনার পর এসে গেছে খুশির ঈদ। এই উপলক্ষে নিজ গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইলে দুস্থ ৩০০ পরিবারকে ঈদ উপহার দিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। আজ বৃহস্পতিবার সকালে জামালের পক্ষ থেকে তার চাচাতো ভাইরা দরিদ্রদের মাঝে এই উপহার বিতরণ করেছেন।
দুস্থ-অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার দেয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে আপলোড করেছেন জামাল। বাংলাদেশ অধিনায়কের দেওয়া ঈদ উপহারের মধ্যে ছিল- চাল, আলু, পেয়াঁজ, ডাল, আটা, নুডলস, চিনি ও বিস্কুট। ঈদ কাটিয়ে দুই দিন পর ঢাকায় ফিরে তিনি জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন।