News71.com
 Sports
 13 May 21, 10:50 PM
 492           
 0
 13 May 21, 10:50 PM

সুপার স্টার রোনালদোর জুভেন্টাস ছাড়ার গুঞ্জন।।

সুপার স্টার রোনালদোর জুভেন্টাস ছাড়ার গুঞ্জন।।

স্পোর্টস ডেস্কঃ নেইমারের ক্লাব ছাড়ার গুঞ্জন শেষ হয়েছে পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের মাধ্যমে। লিওনেল মেসিরটা এখনো নিশ্চিত নয়। এমন মুহূর্তে শুরু হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে গুঞ্জন। একাধিক স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, ক্লাবের মধ্যে নাকি একঘরে হয়ে গিয়েছেন রোনালদো। তাকে অতিরিক্ত স্বাধীনতা দেওয়া হচ্ছে, এমন অভিযোগ তুলে বিদ্রোহ ঘোষণা করেছেন কিছু কিছু ফুটবলার।

এমনিতেই ইউরোপিয়ান সুপার লিগ নিয়ে বিড়ম্বনার মধ্যে আছে জুভেন্তাস। ক্লাবটিকে নিষিদ্ধ করার হুমকি দিচ্ছে উয়েফা। বুধবার সাসুয়োলোর বিরুদ্ধে জুভেন্তাসের হয়ে শততম গোল পেয়েছেন রোনালদো। প্রথম চারে থেকেই লিগ শেষ করতে যাচ্ছে তার দল। কিন্তু গত সোমবার অনুশীলন করেননি রোনালদো। জানা গেছে, গাড়ি নির্মাতা ফেরারির উৎপাদন কেন্দ্রে গিয়ে নিজের জন্য বহুমূল্যের একটি গাড়ি কিনেছেন। তার সঙ্গে গিয়েছিলেন জুভেন্তাসের প্রেসিডেন্ট আন্দ্রেয়া আগনেল্লিও। রোনালদোর এই যথেচ্ছাচারে চটেছেন তার কিছু সতীর্থ। তাদের দাবি, দল বিপদের মধ্যে আছে। এমন মুহূর্তে অনুশীলন না করে রোনালদোর গাড়ি কিনতে যাওয়া একেবারেই উচিত হয়নি। মাঠে রোনালদোর ব্যবহার নিয়েও অনেকে খুশি নন। বিশেষত বল না পেলে যেভাবে তিনি সতীর্থদের ওপর বিরক্তি উগরে দেন, সেটাও অনেকে ভালো চোখে দেখছেন না। ইতালির অন্যতম শীর্ষ ক্লাবটিতে রোনালদোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন