স্পোর্টস ডেস্কঃ কিংবদন্তি ক্যারিবীয় ফাস্ট বোলার কার্টলি অ্যামব্রোস বর্তমান প্রজন্মের ওয়েস্ট ইন্ডিজ দলকে দেখে খুব একটা আশাবাদী হতে পারছেন না। তাঁর মতে, এখনকার ছেলেরা জানেই না ক্যারিবিয়ান জনগণের কাছে ক্রিকেটের কী বিশাল অর্থ। একই সঙ্গে তাঁর আক্ষেপ, ওয়েস্ট ইন্ডিজের সেই স্বর্ণযুগের ক্রিকেট গৌরব হয়তো আর কখনোই ফিরে আসবে না। স্পোর্টস লাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগের কথা স্মরণ করে এসব কথা বলেন কার্টলি অ্যামব্রোস।
অ্যামব্রোসের সোজাসাপ্টা মন্তব্য, এখন আমরা যে সব তরুণকে দেখছি দেশের হয়ে খেলছে, তারা জানেই না ওয়েস্ট ইন্ডিজের মানুষের কাছে ক্রিকেটের জায়গা কোথায়। নিজেদের দেশে তো বটেই, বিদেশে বসবাসকারী ক্যারিবিয়ানদের কথাও উঠে এসেছে তাঁর বক্তব্যে। বলেছেন, দেশে এং বিদেশে ওয়েস্ট ইন্ডিজের মানুষদের একসূত্রে গেঁথে রাখার মাধ্যম ক্রিকেট। আমি জানি না, বর্তমান প্রজন্ম কতটা সে সম্পর্কে ওয়াকিবহাল।