স্পোর্টস ডেস্কঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ উপলক্ষে প্রায় চার মাসের সফরে ইংল্যান্ডে যাবে ভারতীয় দল। করোনার কারণে কেউ ঘর থেকে বাইরে বের হতে পারবেন না। থাকতে হবে জৈব সুরক্ষা বলয়ে। ইংল্যান্ড সফরে খুব কঠিন জীবন কাটাতে হবে কোহলিদের। এমতাবস্থায় তারা যাতে একাকীত্বে না ভোগেন, তার ব্যবস্থা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ইংল্যান্ড সফরে কোহলিদের নিজ নিজ স্ত্রী-সঙ্গীনীদের নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
১৮ জুন থেকে সাদাম্পটনে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত। ওই ফাইনাল শেষে আবার ইংল্যান্ডের বিপক্ষে শুরু হবে ৫ টেস্টের সিরিজ। প্রায় সাড়ে ৩ মাস ক্রিকেটাররা দেশের বাইরে থাকবেন বলেই পরিবারকে সঙ্গে রাখার অনুমতি দিয়েছে বিসিসিআই। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল শেষ হলে ৪ আগস্ট থেকে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে ভারত। পাঁচ টেস্টের এই লম্বা সিরিজ শেষ হবে ১৪ সেপ্টেম্বর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ হবে ২২ জুন।