স্পোর্টস ডেস্কঃ জার্মান বুন্দেসলিগায় টানা নবম শিরোপা নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। শনিবার রাতের ম্যাচে লিপজিগকে ৩-২ গোলে ডর্টমুন্ড হারানোর পরই শিরোপা নিশ্চিত হয়ে যায় বায়ার্নের। ইউরোপে মর্যাদার ৫ লিগে কেবল জুভেন্টাসেরই ছিল টানা ৯ বার স্কুদেত্তো জয়ের কীর্তি।
লিপজিগ-ডর্টমুন্ড ম্যাচের পর ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে মাঠে নামে বায়ার্ন। মনশেনগ্লাডবাখকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জয়ের দিনটিকে আরো উৎসবমুখর করে তুলে হ্যান্স-ফ্লিকের শিষ্যরা। ম্যাচে হ্যাটট্রিক করেন রবার্ট লেভানদোস্কি। বাকি তিনটি গোল করেন টমাস মুলার, কিংসলে কুমান ও লেরয় সানে। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলটি করে বায়ার্নকে এগিয়ে দিয়েছিলেন লেভানদোভস্কি। ২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুলার। ৩৪তম আবারো লেভানদোস্কির গোল। বিরতির আগ মুহূর্তে গোল করে ব্যবধান ৪-০ করেন কিংসলে কোমান।