স্পোর্টস ডেস্কঃ করোনা ভাইরাসের বিষবাষ্পে জর্জরিত ভারত। তবুও চলছিল ১৪তম আইপিএল আসর। কিন্তু বিধিবাম! নিশ্ছিদ্র নিরাপত্তাকে ছেদ করে ক্রিকেটারদের হানা দিয়েছে করোনা ভাইরাস। একের পর এক আক্রান্ত হচ্ছিলেন ক্রিকেটাররা। শেষ পর্যন্ত ক্রিকেটের এই ধুম-ধাড়াক্কা আয়োজনকেও থামিয়ে দিল ক্ষুদ্র এই অণুজীবের আক্রমণ। অগত্যা তাই এবার বাড়ি ফেরার পালা।
আইপিএলের সঙ্গে যুক্ত সব বিদেশি ক্রিকেটারকে নিরাপদে ঘরে ফেরানোর দায়িত্ব নিজেদের কাঁধেই তুলে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইতোমধ্যে ফিরে গেছেন ৮ ইংলিশ ক্রিকেটার। এ ছাড়া অন্যান্য বিদেশি ক্রিকেটাররাও নিয়ম মেনে বিভিন্ন উপায়ে ফেরার অপেক্ষায়। ব্যতিক্রম নন ভারতীয়রাও। বুধবার (৫ মে) বাড়ি ফিরে গেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। স্বাস্থ্যবিধি মেনেই বাড়ি ফিরে যান তিনি। কোহলির ঘরে ফেরার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন জনপ্রিয় সেলিব্রিটি ভাইরাল ভয়ানি। চলতি মৌসুমে বেশ ভালো ফর্মে ছিল বিরাট কোহলির দল। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে ছিল তারা।