News71.com
 Sports
 04 May 21, 01:01 PM
 471           
 0
 04 May 21, 01:01 PM

উইজডেন 'টেস্ট চ্যাম্পিয়নশিপ' দলে জায়গা হলো না কোহলি-বাবরের।।

উইজডেন 'টেস্ট চ্যাম্পিয়নশিপ' দলে জায়গা হলো না কোহলি-বাবরের।।

স্পোর্টস ডেস্কঃ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের বাকি আর মাত্র ১টি ম্যাচ। ভারত বনাম নিউজিল্যান্ড ফাইনালেই নির্ধারিত হয়ে যাবে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন কারা হবে। ফাইনালের আগে ‘ক্রিকেটের বাইবেল’ খ্যাত উইজডেন ম্যাগাজিন ব্যক্তিগত পারফর্ম্যান্সের নিরিখে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা দল বেছে নিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে সেরা এগারো জনের দলে নাম নেই প্রজন্মের অন্যতম সেরা ব্যাটসম্যান ভারতের বিরাট কোহলি ও পাকিস্তানের বাবর আজমের। জায়গা হয়নি ইংল্যান্ড দলনায়ক জো রুটেরও।

উইজডেনের বেছে নেওয়া সেরা একাদশে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের হাতে। তবে ফাইনালিস্ট ভারতের তিনজন ক্রিকেটার রয়েছেন এগারো জনের দলে। তিনজনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম হল ঋষভ পন্ত, যাঁর হাতে উইকেটকিপিংয়ের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। বাকি দুই ভারতীয় হলেন ওপেনার রোহিত শর্মা এবং স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ক্যাপ্টেন উইলিয়ামসন ছাড়াও অপর ফাইনালিস্ট নিউজিল্যান্ড থেকে এই দলে সুযোগ পেয়েছেন অল-রাউন্ডার কাইল জেমিসন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন