স্পোর্টস ডেস্ক: করোনার নতুন ভেরিয়্যান্টের সংক্রমণে ধরাশায়ী ভারত। প্রতিদিন শনাক্ত হচ্ছে প্রায় চার লাখ মানুষ। মৃত্যুও হচ্ছে তিন হাজারের বেশি। এরই মধ্যে চলছে ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল। বিশ্বজুড়ে নানান সমালোচনার পরও এই খেলা বন্ধ করেনি দেশটি। এরই মধ্যে কয়েকজন ক্রিকেটারের পরিবার করোনায় আক্রান্ত হওয়ায় তারা দল ছেড়েছেন। এবার সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্সে হানা দিলো করোনা। দলের দুই খেলোয়াড় করোনায় আক্রান্ত। একই সঙ্গে স্থগিত করা হয়েছে সোমবার (৩ মে) অনুষ্ঠেয় কলকাতা-বেঙ্গালুরুর ম্যাচ। এ তথ্য জানিয়েছে ইএসপিএন।