স্পোর্টস ডেস্কঃ প্রায় সব দেশের সোশ্যাল সাইটেই কিছু নোংরা মানুষ আছে, যারা অন্যের জীবন বিষিয়ে তোলে। এদের থেকে ক্রিকেট বা ফুটবলের তারকারও আছেন। এই উন্মাদ ভক্তদের বিরুদ্ধে ইংল্যান্ডের ফুটবল ক্লাবগুলো যুদ্ধে নেমেছে। ফুটবলাররা সোশ্যাল সাইট বয়কট করছেন। এবার সেই দলে যোগ দিলেন আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসি। তিনি ফুটবলারদের সোশ্যাল সাইট বর্জনের সিদ্ধান্ত সমর্থন করেছেন।
ইনস্টাগ্রামে একটি ভিডিওতে বার্সেলোনা সুপারস্টার বলেছেন, 'ইনস্টাগ্রামে আজ আমার ২০ কোটি ভক্ত হয়ে গেল। কিন্তু এই মুহূর্তে আমি উচ্ছ্বাস প্রকাশ করতে রাজি নই। আপনাদের সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু যে ফুটবলারদের আপনারা অনুসরণ করেন তাদের শ্রদ্ধা জানানোও দরকার। এই অ্যাকাউন্ট যারা পরিচালনা করেন, তারাও তো রক্ত মাংসের মানুষ। তারাও হাসেন, কাঁদেন, উপভোগ করেন এবং কষ্ট পান। তাদেরও অনুভূতি আছে। সোশ্যাল সাইটে আক্রমণের বিরুদ্ধে আমাদের গর্জে ওঠার সময় হয়েছে। আমরা খ্যাতনামী, ক্রীড়াবিদ, রেফারি বা সমর্থন যে-ই হই না কেন, তারা যে বর্ণ, ধর্মেরই হোক না কেন, আক্রমণ বা অপমান কারওরই প্রাপ্য নয়।'